জামালগঞ্জ প্রতিনিধি: জামালগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৫ জন। এর মধ্যে জামালগঞ্জ থানার পুলিশ সদস্য ৮ জন সহ তার পরিবারের ১ জন, উপজেলা ইউএনও অফিসের ৪ জন, সমাজসেবা অফিসের ১ জন ও স্বাস্থ্যকর্মী ১ জন।
আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈন উদ্দিন আলমগীর। এনিয়ে উপজেলায় মোট ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।
ডাঃ মঈন উদ্দিন আলমগীর জানান, গত কয়েকদিন যাবত করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ৫ জুন সন্দেহভাজন ১২৪ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ফলাফলে আজ ১৫ জনের করোনা পজিটিভ আসছে। পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল ৫ জন, এএসআই ২ জন,ও এস আই ১জন। পুলিশ অফিসারের এক ৮ বছর বয়সী ছেলেও আছে। আক্রান্ত সবাইকে আইসোলেশনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জানান গত ৫ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠিয়েছে। কিন্তু অনেক দেরি করে রিপোর্ট আসলেও আপাতত কেউই অসুস্থ নয়। তবে আক্রান্ত সকলকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। আমরা তদারকি উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছি