আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার (১১ জু) দুপুরে উদ্বোধন হলো কোভিড-১৯ ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুমন বর্মন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় আজ নতুন করে ২৫৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১২ জন সুস্থ আর বাকি ৪ জন রয়েছেন।