ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে করোনাভাইরাস প্রাদুর্ভাবে রোধে সামাজিক দূরত্ব ও মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পালবাড়ি, চান্দপুর, ফেরিঘাট এলাকায় ওই অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমদ।
এসময় বাজারে আসা ক্রেতা-বিক্রেতরা মুখে মাস্ক না পরা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় এবং গাড়িতে অতিরিক্ত যাত্রী উঠানোর অপরাধে ৩৩০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।