আন্তর্জাতিক ডেস্কঃঃ চায়না-পাকিস্তান ইকনমিক করিডোর (সিপিইসি)-এর আওতায় পেশোয়ার ও করাচির মধ্যে ৭.২ বিলিয়ন ডলারের রেল সংযোগ উন্নতকরণ প্রকল্প অনুমোদন করেছে পাকিস্তান।
১,৮৭২ কিলোমিটার দীর্ঘ করাচি-পেশেয়ার রেললাইন উন্নতকরণ প্রকল্পটি হবে সিপিইসি’র দ্বিতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ অগ্রগতি। সিপিইসি কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লে. জেনারেল অসিম সালিম বাজওয়া এ কথা জানান।
মূল রেলপথটি চীনের দক্ষিণাঞ্চলীয় কাশগড় নগরীকে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত গভীর সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন পাকিস্তান সফরকালে এই প্রকল্প উদ্বোধন করা হবে। করাচি-পেশেয়ার লাইন উন্নত হলে এতে চলাচলকারী রেলের গতি ঘন্টায় ১১০ থেকে ১৬০ কিলোমিটারে উন্নীত হবে।
বাজওয়া জানান যে এই অনুমোদনের ফলে চীনের সঙ্গে তহবিল সংস্থান নিয়ে আলোচনা সহজ হবে। বিশ্বব্যাংক এই প্রকল্প সফল হওয়ার জন্য রেলপ্রশাসনে সংস্কারের উপর জোর দিচ্ছে।
এদিকে করোনাভাইরাসের কারণে পাকিস্তানে চীনের রফতানি ব্যাপকভাবে কমে গেছে।
Source গালফ টুডে