বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টার:
প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস এর সকল ভয় ভীতি উপেক্ষা করে মাঠে ময়দানে, প্রত্যন্ত অঞ্চলে রোগী দেখছেন আমাদের বিপিডিএ সহ সমগোত্রীয় আমার সহ যোদ্ধা ভাইয়েরা। দেবতার আসনে রাখা বড় বড় ডাক্তার বাবুরা চেম্বারে ব্যানার বা নোটিশ ঝুলিয়ে লাপাত্তা! এটা পেশার নেশা ছাড়তে নয়, করোনা ভাইরাস ভয়ে জনগনের সঙ্গে, পরিবারে সমাজে আমরাই সর্বাগ্রে ১৯৭১ সালে মুক্তিয়োদ্ধাদের সেবা প্রদান করেছিল সেই সময়ের সাহসী যোদ্ধা_গ্রাম_ডাক্তার।
আজ আবারো ২০২০ সালে দেশের এই ক্রান্তি লগ্নে নোভেল করোনা ভাইরাস মহামারীতে নিজের জীবনের মায়া ত্যাগ করে অসহায় মানুষের সাধারণ জ্বর সর্দি কাশির প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। সেই সময়ের সাহসী যোদ্ধা_গ্রাম_ডাক্তার
সব গ্রাম ডাক্তারদের যতাযত মুল্যায়ন করা হোক, অামাদের প্রানের দাবী। আমার জানামতে বিপিডিএ একমাত্র সংগঠন, যে অবহেলিত সকল চিকিৎসকগনকে নিয়ে ভাবছে।
বিপিডিএ এমন মহাসংকট কালে সদস্যগনের পেশাগত নিরাপত্তা মাথায় রেখে এন্টি ভাইরাস পিপিই সরবারাহের সিদ্ধান্ত নিয়েছে।(এক্ষেত্রে শর্ত প্রযোজ্য) অনেকে ধরেই নিয়েছেন এটা ফ্রি!! কিন্তু না ভাই।
এখানে সংগঠন ও কোম্পানী”গিভ এন্ড টেক” নীতি অবলম্বন করেছে। আপনি নিজে কিনে নিরাপদ থাকুন।অন্যকেও উৎসাহিত করুন।করোনা মুক্ত থাকুন। প্রিয় ভাইয়েরা কে জানি আমরা!!!কার শরীরে করোনার ভাইরাস আত্মগোপন করে আছে! মাননীয় প্রধানমন্ত্রী ও দেশ মাতার কাছে দাবি মোদের একটাই
চাকুরী বা বেতন নয় স্বীকৃতি চাই নিরাপদের প্রাকটিস করার অনুমতি চাই