ওরা এলাকায় ঘুরাফেরা করায় স্থানীয়রা সন্দেহবশত তাদের আটক করে। পরে তাদের পকেটে ইয়াবা পাওয়া যায়।
আটককৃত লুৎফুর রহমান (২৮), গিয়াস উদ্দিন (২৬) ও শিপন আহমদ (২৩) একই ইউনিয়নের জামকান্দি গ্রামের বাসিন্দা।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে রাহাত খান নামে একজনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ী নড়াইল জেলায়। তাকে জেল হাজতে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের আছাদ নামক এক ইয়াবা ব্যবসায়ীর সাথে তাদের যোগাযোগ রয়েছে। সে ইয়াবাসহ ধরা পড়ে ৩ মাস জেল খেটে জামিনে মুক্ত হয়ে আবারও এ ব্যবসা শুরু করেছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, তারা ইয়াবা ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে