শনিবার বিকালে মাস্ক না পড়ার কারণে ছাতক পৌর শহর, গোবিন্দগঞ্জ ও জাউয়া বাজারে নয় জনকে ২হাজার ৭শ টাকা ও নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ না করায় তিন দোকানিকে ৬হাজার টাকাসহ মোট ৮হাজার ৭শত জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির।
এসময় অভিযানের খবর টের পেয়ে অনেকে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে পালিয়ে যায়।
অভিযানে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির জানান, সরকারি স্বাস্থ্যবিধির মধ্যে বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু মাস্ক ছাড়াই বেশির ভাগ মানুষ বাইরে ঘোরাফেরা করছে। এতে করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এই অবস্থায় সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য শনিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে