এবারের ২০২০ ইং সনের অনুষ্টিতব্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রেজাল্ট বেরিয়েছ। অনেকেই অনেকের সন্তানাদি ও নিকট আত্মীয়দের রেজাল্ট দেখে খুশি,আনন্দিত, উদ্বেলিত , তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দিতেছেন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা হ্যা ডিজিটালাইজেশনের এই যুগে খুশি, আনন্দ কিংবা উদ্বেলিত হয়ে ভাবপ্রকাশ করার সবচেয়ে বৃহত্তর মাধ্যম ফেইসবুক। যুগের জাগানিয়ায় নিজেও কিন্ত এসবে কম যাইনা!
তাই চুখে পড়লো সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ গাজীপুর মোকাম বড়ির বাসিন্দা Papon Ahmed এর টাইমলাইন,
দেখালাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি উচ্চ বিদ্যালয়,এয়ারপোর্ট রোড,উত্তরা,ঢাকা থেকে বিজ্ঞান বিভাগে উনার ভাতিজা (বড়ভাই এর ছেলে) তাহসান আল ফাবিয়্যান সকল বিষয়ে এ প্লাস A+ প্রাপ্ত হয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে।
আমার মামাতো ভাই ফাবিয়ান এর এমন রেজাল্টে আসলেই মনটা ভরেগেছে।
উল্লেখ্য তাঁর পিতা আজ থেকে প্রায় ২৪ বৎসর আগে প্রিয় মামু সময়ের সাহসী কলম সৈনিক হাসান আল সালেহী (রাজিন) দুই বিষয়ে লেটার (গনিতে ও ইসলাম শিক্ষায়) সহ ৭৪৫ মার্কস নিয়ে ১৯৯৫ ইং সালে ফাস্ট ক্লাস পেয়েছিলেন। তাই বলতেই পারি বাপকা বেটা।
বাহিরে অবস্থানরত ফাবিয়ানের বাবার সাথে মেসেঞ্জারে আলাপ করে জানতে পারলাম এমন রেজাল্টের পিছনে সবচাইতে বেশি অবদান তাহার মা’য়ের,। স্কুল,শিক্ষক, ও স্কুলশিক্ষার পাশাপাশি মায়ের অদম্য পরিশ্রম আর ফাবিয়ানের কটোর পরিশ্রমই পিতামাতা, পরিবারসহ সকলের মনে জাগিয়েছে আনন্দ আর খুশির খোরাক।
ফাবিয়ানের জন্য অনেক অনেক দোয়া রইলো। ভাই তুমি মানুষের মতো মানুষ হও আল্লাহতালা তোমাকে ভালো একজন মুসলিম হিসেবে কবুল করুন আর পরিচালিত করুন সে পথে যে পথে নিশ্চয়তা পাওয়া যায় দূনিয়ার শান্তি আর আখেরাতের মুক্তির।
লেখক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুকুনুজ্জামান চৌধুরী
সম্পাদনায় এমরান আহমেদ