কলেজ এখন কড়া নাড়তেছে তোমাদের দরজায়…
পরীক্ষা ভিতী কে জয় করে মেধার সঠিক পরিস্ফুটনের মাধ্যমে ভয় কে জয় করে জীবনের পরবর্তী ধাপের সিড়ি কে সাবলীলভাবে অতিক্রম করায় ২০২০ সালের এস,এস,সি তে কৃতকার্য ছাত্র/ছাত্রীদের জন্য শওকত আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে সমস্ত ছাত্র/ছাত্রীদের কে আদুরে বিজয়ী লাল গোলাপ শুভেচ্ছা।
মেধাবীরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়। তোমরাই ত আমাদের আগামীর স্বপ্ন ভূনা বীজ, প্রজন্ম গড়ার হাতিয়ার,তোমাদের এই সফলতা অভিভাবকদের মনে চন্দ্রবিজয়ের মতো..তোমাদের এ ক্ষুদ্র পদক্ষেপ সমস্ত জাতির জন্য মহা উষ্ফলক”!!
পরিশেষে ঘিলাছড়ার সুসন্তান আমার প্রানপ্রিয় ছোট ভাই রাজিনের ছেলে পাপন এর ভাতিজা তাহসান- আল- ফাবিয়ান কে ঢাকা বোর্ড থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে পাস করায় আমার ও আমার শওকত আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিবাদন।
মেধাবীদের পাশে ছিলাম,আছি, থাকবো ইনশাআল্লাহ। যারা অকৃতকার্য হয়েছেন তাদের প্রতিও শুভকামনা রইলো, মনে রাখবেন হেরে যাওয়া মানে ঝরে পড়া নয়,নতুন করে নিজেকে প্রস্তুত করে লড়াই করার নামই জীবন…..শুভকামনা রইলো সবার প্রতি….
লেখকঃ বদরুল ইসলাম রাজা।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানঃ শওকত আলী ফাউন্ডেশন।
ইউ, কে, লন্ডন।
সম্পাদনায় এমরান আহমেদ