রবিবার (৩১মে) সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬১ জন।
জানাযায়, নতুন আক্রান্ত হওয়া ২১ জনের মধ্যে ১৬ জনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, ছাতক উপজেলায় ২ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৬৫ জন।
জেলা সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে গতকাল রোববার) ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।