-এম.সোহেল রানা; মেহেরপুর প্রতিনিধিঃ ভৈরব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট(এসএসসি)-২০২০এর ফলাফল পাশের হার শতভাগ জিপিএ-৫ অর্জন করেছে ৪জন শিক্ষার্থী।
রবিবার (৩১মে-২০২০ইং) সকল শিক্ষা বোর্ডের এসএসসি/দাখিল/টেকনিক্যাল (ভোকেশনাল)-২০২০ এর ফলাফল প্রকাশ হয়। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)-২০২০এর ফলাফল প্রকাশ হলে মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের উজলপুরস্থ ভৈরব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট(এসএসসি)-২০২০এর ফলাফল পাশের হার শতভাগ নিশ্চিত জানা যায়। এসএসসি-২০২০ এর পরিক্ষার্থী ছিল-৫০জন, যার মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৪জন শিক্ষার্থী।
ভৈরব বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা সালেহীন জানান- এ বছরে আমাদের বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল ৫০জন আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা শতভাগ ফলাফল করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ৪জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ অর্জন সম্ভব হয়েছে আমাদের সচেতন অভিভাবক, শিক্ষক মন্ডলীদের পূর্ণ সহযোগীতা ও আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের কারণে। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টা আর পরিশ্রমের ফলেই আজ আমাদের বিদ্যালয়ের এ অর্জনগুলো সম্ভব হয়েছে।