চীনের উহান প্রদেশ থেকে প্রথম করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে আসে। এরপরে আমেরিকায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা যত বাড়তে থাকে, ততই চীনের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন ট্রাম্প। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কভিড-১৯ মহামারি ছড়ানোর জন্য চীন কতটা দায়ী, সে বিষয়ে তদন্ত শুরু করেছে আমেরিকা।
চীনের হয়ে পক্ষপাতিত্ব করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধেও তোপ দাগার পাশাপাশি নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীন তাকে হারানোর জন্য উঠেপড়ে লেগেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। দিন যত গড়িয়েছে, করোনা নিয়ে চীনের বিরুদ্ধে আক্রমণ তত বেশি বাড়িয়ে তুলছে