বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমানঃঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে হঠাৎ ঝড় কালবৈশাখীতে গাছপালা ও বসতঘর লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার বিকেল সোয়া ছয়টার দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে ব্যাপক ঝড় বাতাস শুরু হয়। মাত্র ১৫ মিনিটের এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় টিনের বসতঘর ও গাছপালা।
প্রচন্ড ঝড়ে বসতঘর, টিনের চাল, এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে ফেলেছে। সেই সাথে গাছের ডালপালা ভেঙ্গে বাড়ীর পথে, রাস্তাঘাট পড়ে থাকার খবর পাওয়া যায়। তবে তাৎক্ষণিকভাবে আহত বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে, ঝড়ে গাছপালা উপড়ে পড়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।