নিজস্ব প্রতিবেদক :: বালাগঞ্জ উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আব্দুল মনাফ (বুরো মিয়া) মেম্বারের লাশ দাফন সম্পন্ন হয়েছে ।
বুধবার (২৭ মে) সকাল ১১ঘটিকার সময় তিনি মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লহি ……… রাজিউন।
আজ সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় তাহার লাশ দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫০ বছর।
তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, বুধবার সকালে স্থানীয় মুসলিমাবাদ গ্রামে একটি সামাজিক সালিশ-বৈঠক চলাকালে হঠাৎ তিনি স্ট্রোক করে মাটিতে লুটে পড়েন। পরে, উপস্থিত লোকজনেরা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য, তিনি পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এদিকে, ইউপি সদস্য আব্দুল মনাফ (বুরো মিয়া)’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ সুমন মিয়া, তিনি শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্ত্রপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।