এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ সিলেট সিটি করপোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের আগের কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাহার সুস্থতার জন্য দেশে বিদেশের সকলের কাছে দোয়া চেয়েছেন সাইফুর রহমান চৌধুরী বাবেল।
সাইফুর রহমান চৌধুরী বাবেল ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
তিনি এক বিজ্ঞপ্তিতে বলে কাউন্সিলর আজাদ ভাই করোনাকালের শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছিলেন তিনি। দিন অথবা রাত, যখন যেখানে সাহায্য প্রয়োজন হয়েছে ছুটে গেছেন। এরই মধ্যে নিজেই হয়ে গেছেন সংক্রমিত।
আমি উনার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী মহান আল্লাহ যেনো আজাদ ভাই সহ দেশ এবং বিদেশের সকল করোনা ভাইরাসে আক্রান্তদের সুস্থ করে তুলেন। একইসাথে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সবাইকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরেই অবস্থানের আহ্বান জানিয়েছেন সাইফুর রহমান চৌধুরী বাবেল ।
উল্লেখ্য কাউন্সিল আজাদুর রহমান আজাদ গত
রবিবার (২৪ মে) ওসমানী মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছিল। জানা গেছে, শরীরে জ্বর জ্বর অনুভব করায় গত শনিবার ওসমানীর ল্যাবে শরীরের প্রয়োজনীয় নমুনা প্রদান করেন আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ। রবিবার ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি করোনাক্রান্ত বলে সনাক্ত হন।
এর আগে কাউন্সিলর আজাদ স্ত্রীকে সাথে নিয়ে করোনার শুরু থেকে মানুষের জন্য কাজ করছেন, গভীর রাতে খাদ্যসহায়তা নিয়ে অসহায় মানুষের দরজায় ছুটে গেছেন তারা। তাদের মানবিত তৎপরতায় অসংখ্য খেটেখাওয়া মানুষের মুখে হাসি ফুটেছে।
সর্বশেষ শনিবারও নিজের এলাকায় গরু জবাই করে দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করেছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। করোনার শুরু থেকে মানুষের পাশে থাকার কোনো এক সময় কারও মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে।