আমাকে উদ্বেলিত করেছিলো কোরআনের সেই বাণীঃ , ‘হে বিশ্বাসীরা! তোমাদের আমি যা দিয়েছি তা থেকে দান করো সেই দিন আসার আগে, যেদিন কোনো রকম বেচাকেনা, বন্ধুত্ব এবং সুপারিশ থাকবে না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৫৪) খোদাভীতি আর আমার রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ২০১৯ সালে “শওকত আলী ফাউন্ডেশন” এর যাত্রা শুরু..খোদার অসীম দানে হয়ত আমরা বলীয়ান.. অন্ধকুপের ডাকনা খুলে জ্বালিয়েছি মোমের আলো.. যে আলো বেদিয়া উঠুক গরীবের অন্তর। তারাই ত একান্ত আপন,কাছের হিতৈষী, দূরের রক্ষক,স্নেহের পূজারী, ভালোবাসায় অফুরান। তারাই আমার আয়না,যে আয়নায় দেখি নিজের হাসি আর আমার দেশমাতৃকার লুকানো প্রতিচ্ছবি…!! তাই ঝড়,বন্যা,করোনা”ক্রান্তিলগ্নে, মসজিদ,মাদ্রাসায়, অসহায়,কর্মহীন,মধ্যবিত্তের দুয়ারে এক চিলতে হাসির বারতা নিয়ে পাশে দাঁড়ায় “শওকত আলী ফাউন্ডেশন “। পাশে ছিলাম,আছি,আজীবন থাকবো..অসহায়,সম্বলহীন মানুষের মনে হাসি ফুটানোর এক জীবন্ত নাম হয়ে ফেঞ্চুগঞ্জের বুকে মমতার বন্ধনে অটুট থাকুক এ ফাউন্ডেশন।
সবার সহযোগিতা ও কৃতজ্ঞতা আর পবিত্র ঈদের ফুলেল শুভেচ্ছায়….. বদরুল ইসলাম (রাজা)
চেয়ারম্যান – শওকত আলী ফাউন্ডেশন,
লন্ডন।
সম্পাদনায় এমরান আহমেদ