হলিবিডি প্রতিনিধিঃঃ পবিত্র রামাদানের ও ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট উপশহরের ১২০ পরিবারকে ত্রান সামগ্রী ঈদ উপহার প্রদান করেছেন । শাহজালাল উপশহর এলাকার মানুষের মাঝে ত্রান সামগ্রী ঈদ উপহার প্রদান করেন। উপহার হিসেবে ছিলো- চাল, ডাল, ছানা তেল, ময়দা সেমাই, চিনি, দুধ আলু পিয়াজ লবন সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাদুর্ভাবের প্রথম থেকেই বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, রমজান মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেছেন শাহজালাল উপশহর যুব কল্যান পরিষদ বর্তমান বিশ্বের সবচেয়ে অর্থনীতীক দূর্যোগের সময়ে উপশহর একমাত্র মানুষের পাশে আছে উপশহর যুবকল্যান পরিষদ।
এবার করোনাভাইরাসের মধ্যেই পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। অনেক পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন অতীতের ন্যায় এই দূর্যোগের সময়ে।
সিলেট মহানগরীর উপশহর তেররতন অন্যান্য এলাকার ১২০ পরিবারের মধ্যে খাদ্য দ্রব্য ঈদের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। এছাড়াও ৭০টি পরিবার উপশহর ৫০টি তেররতন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
ঈদ মানে আনন্দ। এসময়ে সব পরিবারই নিজেদের সাধ্যমতো ভালো খাবার রান্না করেন। নিজেরা আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু বর্তমান সময়ে করোনাভাইরাসের কারণে অনেক কর্মহীন পরিবারের মুখে হাসি ফুটছে না। আনন্দহীন হয়ে পড়েছে তারা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা আমাদের সংগঠন নির্দেশনা মেনে আমাদের সার্বিক পরামর্শে এসব পরিবারকে সাহায্য-সহযোগিতা করা হয়েছে। যদি মানুষের ভালবাসা পাওয়া যায়, সেটাই বড় পাওয়া। দু:সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আমাদের কর্তব্য। পবিত্র ঈদ-উল-ফিতর সকলে আনন্দের সাথে উদযাপন করুক এটাই আমাদের চাওয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপশহর যুবকাল্যান পরিষদের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক রেজওয়ান আহমদ, সামী এন্টারপ্রাইজ প্রোফাইটার ইকবাল আহমেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা সৈয়দ মামুন আহমদ,ব্যবসায়ী হাজি আব্দুস সামাদ, সমাজসেবক আব্দুল আজিজ,সংগঠক রাজেল আহমদ, ব্যবসায়ী বন্দর বাজার মার্কেট কমিটির সদস্য সায়েম আহমদ মুন্না, প্রবাসী দুলাল আহমেদ চৌধুরী,গাংচিল প্রোপাইটর পাবেল আহমেদ চৌধুরী, কুতুব লস্কর, আবু বকর চৌধুরী, হাফিজ কবির,শাব্বির আহমদ,এনামুল কবির,নিহাদ চৌধুরী, জুবায়ের আহমদ তুহিন, ইয়াছিন আহমদ ,ডালিম,কাদির, প্রমুখ।