বাঁকা চাঁদের ইশারায় ঈদের পার্বন শুরু হবে। গগনে চাঁদ উঠিলেও মননে শংঙ্কার ডংকা ক্ষনে ক্ষনে বাজিয়া উঠি তেছে।বিদেশ বিভুইয়ে “ঈদ কোয়ারেন্টাইন” শুরু হয়ে গেছে। এক প্রবাসী বললেন- ঘরেই নামাজ ঘরেই ঈদ মনে হয় “চিল্লায়”আছি !!
রঙ্গিন সুতার পাঞ্জাবী নেই, কিরণমালা ড্রেস নেই, বিনি সুতার শাড়ির দেওয়া নেওয়া নেই। আজ কারো কোনও দায় দাবীও নেই..!! সব যেনো আজ আকাশের পানে তাকিয়ে থাকা শ্রেষ্ঠ সবর গার..!!
হে পারওয়ারদিগার… আমরা প্রতিবার ঈদ আনন্দের নামে যে বেহায়াপনা, যে বেহিসেবী, যে উত্তাল উন্মাদনা করেছি তারই অনুশোচনায় জর্জরিত হয়ে তোমার দেওয়া গজব থেকে শিক্ষা নিয়ে এস্তেগফার করছি…!!
বাকী জীবনে যেনো মোরা হিসেবী,বিনয়ী,মার্জিতরুচির, ভদ্র,খোদাভীরু ও তাকওয়া সম্পন্ন মানুষ হই..।।
তাকাব্বাল মিন্নী ওয়া মিন কুম..
লেখক সুপ্রিয় সুপ্রকাশ)