হলিবিডি প্রতিনিধিঃঃ সিলেট জেলায় করোনাভাইরাসে নতুন করে আরও ৩৮ জন সনাক্ত হয়েছেন। এ নিয়ে কোভিড-১৯ এ সিলেট জেলায় আক্রান্ত হলেন ২৭৪ জন।
শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
এদিকে ওসমানী হাসপাতালের একটি সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে সিলেট সদরের ১৭ জন, কানাইঘাটের পাঁচজন, বিয়ানীবাজারের একজন, বিশ্বানাথের ৬ জন, গোলাপগঞ্জের একজন, বালাগঞ্জের একজন, ফেঞ্চুগঞ্জের দুইজন, জকিগঞ্জের দুইজন ও জৈন্তাপুরের দুইজন।
আর সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি দোয়ারাবাজারের একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
সূত্র আরও জানায়, আক্রান্তদের মধ্যে পুলিশ, তিনজন চিকিৎসক ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা রয়েছেন।
গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।
এদিকে শুক্রবার নতুন আরও ৩৮ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৬০১ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জে ৮৮, হবিগঞ্জে ১৫৬ ও মৌলভীবাজার জেলায় ৮৩ জন।
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ৭০ জন এবং মৌলভীবাজার জেলায় ৮ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ১১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, হবিগঞ্জে ১ জন ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।