এমরান আহমেদ সিলেটঃঃ
একসাথে হয়েছি আজ,সম্মিলিত করবো কাজ” স্লোগানে গঠিত “Combined Unity” সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে।
শুক্রবার ২২ মে “Combined Unity” এর সদস্য জেয় ইসলাম , তাওহীদ রিফাত হোসেন,অলিউর রহমান, তাসমিয়া, সাদিয়া, তানজিম, লিপু, বিশ্ব চক্রবর্তী, মুন্না, সায়মন, পিংকু, মাহবুব, শারমিন জুঁই এবং জুবেদা হক জুহা এর সার্বিক সহযোগীতায় এ দুটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
Combined Unity” এর সমন্বয়কারী জেয় ইসলাম বলেন, প্রথমে আমরা সকলের সহযোগীতায় ক্ষুদ্র পরিসরে দুটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে আর্থিক সহযোগীতা করেছি, আগামীতে সিলেটের আরও বিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে আর্থিক সহযোগীতা করার চেষ্টা অব্যাহত থাকবে