ফেঞ্চুগঞ্জ থেকে এমরান আহমেদঃঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন করে আরও এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২০ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্ত ব্যক্তি হাফিজুল সরদার (২৭) ফেঞ্চুগঞ্জ হাসপাতাল এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি একজন চাকরিজীবী।
ফেঞ্চুগঞ্জে নতুন করে একজন আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এ নিয়ে ফেঞ্চুগঞ্জে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে, গত সোমবার (১১ মে) ফেঞ্চুগঞ্জে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হন। পরে (১৭ মে) আরও এক যুবকের করোনা রিপোর্ট পজেটিভ আসে।
এ বিষয়ে জানতে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামানকে একাধিক কল দিলে তিনি কল রিসিভ করেননি।