মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মহামারি করোনার প্রাদুর্ভাব মানুষকে করেছে বেশামাল ও পর্যুদস্ত। অসহায়ত্বের সাথে জীবন যাপন করছে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষরাও। এরই মধ্যে আবার শুরু হয়েছে ঘূর্নীঝড় আম্পানের তান্ডবলিলা। উপকুলীয় অঞ্চলে সাথে আশে পাশের অঞ্চলগুলোতেও রয়েছে এর ব্যাপক ক্ষতির সম্ভাবনা। চাঁদপুরের সর্বত্র আবহাওয়া বার্তার খবরে ১০ নম্বরের বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বর্তমানে চাঁদপুরের সর্বত্র প্রায় হাল্কা ঝড়ো বাতাস, মাঝারি আবার কখনো ঝড়ো বৃস্টি বইছে। বাতাসের গতীবেক কখনো কখনো বাড়ছে। যার ফলে চরাঞ্চল গুলোতেও রয়েছে বিপদের আশংকা।
মতলব দক্ষিনে প্রায়ই ঘন ঘন বৃস্টি হচ্ছে, কখনো জোরে বাতাশ বইছে যার ফলে জনমনে বিপদের আশংকা বিদ্যমান। এসব বৃস্টিতে সৃস্টি হচ্ছে জলাবদ্ধতা, চলাচলে হচ্ছে ভিগ্নতা, লন্ড ভন্ড হচ্ছে গাছপালা। তবে এমতাস্থায় আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, আশে পাশের সমস্যা কবলিত মানুষগুলোর দিকে সঠিক নজরদারি বাড়াতে হবে আমাদের সর্বস্তরের প্রশাসনের। নদীর নিকটবর্তী সকলের আশে পাশের আশ্রয় কেন্দ্রগুলোতেও নিরাপদে যাওয়া ও বসবাসের জন্য সাহায্য করতে হবে। রাতে ঘূর্নীঝড়ের আঘাতে ক্ষয়-ক্ষতি বাড়বে বলে ধারনা করা হচ্ছে।