এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ সিলেটঃঃ যে কোন প্রাকৃতিক দুর্যোগ,মহামারি বা বন্যায় ক্ষতিগ্রস্ত সহ সকল দুর্যোগ কালীন সময়ে জনপদের অসহায়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে প্রবাসী অর্গানাইজেশন উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপ।তাঁদের পুর্বের সকল উদ্যোগ, অনুদান,কর্মতৎপরতা অবশ্যই প্রশংসনীয়। এসকল কাজ যেমন ঠিক সময়োপযোগী তেমনি নেক কাজও বটে।
২৫ রমাদ্বান (১৯ মে) মঙ্গলবার উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক প্রবাসী অনলাইন গ্রুপের পক্ষ থেকে করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে বিপদগ্রস্ত কর্মহীন হয়ে পড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা এলাকার (তিনশত) পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।
উক্ত ঈদসামগ্রী বিতণী অনুষ্টানে ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু, সমাজসেবক আব্দুল মান্নান উক্ত গ্রুপের উপদেষ্টা ইংল্যান্ড প্রবাসী আব্দুল হাই, এন টিভি ইউরোপের ফেঞ্চুগঞ্জের প্রতিনিধি সাংবাদিক দেলওয়ার হোসেন পাপ্পু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো:রুকুনুজ্জামান চৌধুরী, আব্দুর রব, সহ সেচ্ছাসেবী এক ঝাক যুবক বৃন্দ।