মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ করোনা একটি বৈশ্বিক মহামারি আতঙ্কের নাম। যার কাছে আজ সারা বিশ্ব অসহায় হয়ে পরেছে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সকল প্রকার যোগাযোগ ব্যাবস্থা আজ নিশ্চুপ। চলছে লক ডাউন এই ঈদ আমেজের সময়েও। কিন্তু এরই মধ্যে আবেগী মানুষরা মানছেনা বাঁধা, সরকারি সতর্কবাণী, শুনছেনা সচেতন হওয়ার কথা। এতে করে আজ আমাদের দেশেও বারছে করোনা রোগী দিনের পর দিন বেশামাল ভাবে। যার ফলে সারাদেশে দিন দিন নিরাপত্ত্বাহীনতাও বাড়ছে ক্রমান্বয়ে!
এতদিন আমাদের চাঁদপুর জেলায় নমুনা সংগ্রহ করলে প্রায় দেখা যেত নেগেটিভ রিপোর্ট। বর্তমানে প্রায়ই দেখা যাচ্ছে রোগীর সংখ্যা বাড়ছে দিনের পর দিন। পজেটিভ রিপোর্ট পাওয়া যাচ্ছে বহু সংখ্যায়। ঈদকে সামনে রেখে এই বিপদের সময়েও মহিলারা দলবদ্ধভাবে শপিং করতে যাচ্ছে যা লক্ষনীয় হচ্ছে চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায়। আইনশংখলা বাহিনী তাদেরকে কঠোর হুশিয়ারী দিলেও মানছেনা। সকল বাঁধা অতিক্রম করে এসব মানুষরা ঝড়ো হচ্ছে বাজার গুলোতে। বাজারগুলোতে দোকান-পাট খোলার নিষেধাজ্ঞা থাকলেও বহু বাজারেই চলছে বেচাকেনা। এতে করে সংক্রমন বাড়ছে দ্রুত হারে জনজীবন হচ্ছে ঝুকিপূর্ণ।
এদিকে চাঁদপুর সিভিল সার্জনের রিপোর্ট (১৮/০৫) মোতাবেক দেখা যায়, প্রায় স্যাম্পল সংগ্রিহীত ১১২৮, রিপোর্ট এসেছে প্রায় ৯৬৮, পজেটিভ ৬৭, নেগেটিভ ৯০১ জন, অপেক্ষায় ১৬০, রোগীর সংখ্যা প্রায় ৭৬, সুস্থ্য ১৬, মৃত্যু প্রায় ৫, চিকিৎসাধীন ৫২, আইসোলেশনে রয়েছে ৬০, আইসোলেশন থেকে ছাড়পত্র ৫১ জন, কোভিড নিয়ে আইসোলেশনে ৯ জন, হোম কোয়ারেন্টাইনে আছে ৩৬৬৩ জন, হোম কোয়ারেন্টাইন থেকে মুক্ত ৩৫৯৯ এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে ৬৪ জন। অর্থাৎ দিনের পর দিন ভয়াবহ আকার ধারন করছে।