স্টাফ রিপোর্টারঃঃ মাদারীপুরের শিবচর উপজেলায় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার কুতুবপুরের ফালু মাদবরকান্দি গ্রামের একটি বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম কালাম ঘরামী (২৫)। তিনি একই গ্রামের নুরু ঘরামীর ছেলে।
তবে নিহত কালাম ঘরামীর পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে নিহতের চাচাতো ভাই হারুন ঘরামী রাতে ডেকে নিয়ে তাকে হত্যা করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালাম ঘরামীকে তারই চাচাতো ভাই হারুন ঘরামী কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে যান।
বেশ কয়েক ঘণ্টা ঘরে না ফেরায় সেহরির সময় হারুন ঘরামীর কাছে কালাম ঘরামী কোথায় আছে জানতে চাইলে তিনি কথা এড়িয়ে যান।
বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি বাগানে কালাম ঘরামীর মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করে পুলিশকে খবর দেন।
নিহত কালাম ঘরামীর বাবা নুরু ঘরামী জানান, জমি নিয়ে ভাতিজা হারুন ঘরামীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হারুন ঘরামী আমার ছেলেকে ডেকে নিয়ে যান। এর পর ছেলে আর ঘরে ফেরেনি। সকালে বাড়ির পাশের বাগানে মরদেহ দেখে প্রতিবেশীরা আমায় খবর দেন।
শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুরতহাল রিপোর্ট করে মরদেহ মাদারীপুর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।