হলিবিডি প্রতিনিধিঃঃ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন ‘‘নোভেল করোনাভাইরাস সংক্রামন রোধে সংকটকালীন সময়ে দল-মত নির্বিশেষে সকল স্বচ্ছল ব্যক্তিদের কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র ও অল্প আয়ের মানুষের পাশে এসে দাড়ানো নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
সরকারি ত্রাণ সাহায্যের পাশাপাশি সামর্থবান প্রতিটি মানুষকে এ সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তিনি বলেন সরকারি ত্রাণ সামগ্রী অনুদান যদি কোন ব্যক্তি আত্মসাৎ বা স্বজনপ্রীতি করে তাহলে সে যেই হোক তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’’
তিনি (১৩ মে) বুধবার সকাল ৯টায় কেসিসি ১নং ওয়ার্ড এলাকার তরুন সংঘ ক্লাবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন কালে একথা বলেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসাবে কেসিসি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেকের পক্ষে কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক ৫৭১ জন পরিবারের মাঝে ৭ কেজি চাল ও নগদ ১’শ টাকা বিতরণ করেন।
এসময় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কেসিসি ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মদ , সাবেক কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান খান খোকন, আলহাজ্ব মোল্যা মুজিবুর রহমান প্রমুখ।