ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি এখনও ঝরো…
এ কেমন আবেগ তোমার যখন মোদের জড়িয়ে ধরো। আবেগ আর ভালোবাসার মিশ্রনে দ্রবীভূত নোনা আঁখি জলে সিক্ত তোমার পথচলা,নানা সংকটের খানাখন্দ আর প্রতিকূল স্রোতের মাঝে নিজস্ব সীমাবদ্ধতা নিয়েও মানুষের সাথে মিশে যাওয়া,শুভ্রতার একগাল হাসি,কুশলাদি, শুভেচ্ছার সংমিশ্রণ আজও মানুষের হ্রদয়কে আলোড়িত করে। পাশে থাকার জন্য পদমর্যাদাটাই মুখ্য নয় রয়েছে সাদা শুভ্র মন-মানসিকতার..ফেঞ্চুগঞ্জের মানুষের হ্রদয় জয় করা সাবেক উপঃ চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন “করোনা” কালের এ মহাদূর্যোগেও বিভিন্ন সংগঠনকে সংঘটিত করে জনসেবা অব্যাহত রেখেছেন।
জনসেবায় আত্মনিমগ্ন এ প্রানপুরুষের ভালোবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে অনেকে তার নামের অর্থই উল্টে দিয়েছেন- সাইফুল্লাহ মানেই “পাশে থাকা” কেউ বা বলেন -নির্ভরতার সাথে মিশে থাকা নীরব ভালোবাসা। তার এ ভালোবাসার বহিঃপ্রকাশ অব্যাহত থাকুক
লেখক পরিচিতি সুপ্রিয়- সুপ্রকাশের কলম থেকে
সম্পাদনায় এমরান আহমেদ