মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীর ফতাইপুরে চলন্ত ইজিবাইকের ধাক্কায় ফিরোজা খাতুন (৩৫) নামের এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২মে -২০২০ইং) সকাল সাড়ে ১০টার দিকে ওই গৃহবধূ আহত হয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। গৃহবধূ ফিরোজা গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের লাল্টুর স্ত্রী। এদিকে চিকিৎসকের অবহেলার তার মৃত্যু ঘটেছে বলে অভিযোগ করেছেন ফিরোজার পরিবার।
ফিরোজার পরিবার লোকজন জানায়, সকাল সাড়ে ১০টার দিকে একটি ছোট্ট শিশু রাস্তার মাঝে চলে আসে। এ সময় শিশুটিকে রাস্তা থেকে সরিয়ে আনার সময় বামুন্দি থেকে গাংনীগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। সাথে সাথে জ্ঞানশূন্য হয়ে পড়ে ফিরোজা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
এদিকে ফিরোজার পরিবারের লোকজন অভিযোগ করেন, ফিরোজা আহত হবার পর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তেমন কোনো ব্যবস্থা না করায় তার মৃত্যু হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. বি ডি দাস জানান, চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। এখানে প্রয়োজনীয় চিকিৎসা দেবার পর অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিক্যালে রেফার করা হয়। তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।