ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: আজ ১২ মে ফেঞ্চুগঞ্জ বাজারের পূর্ব ও পশ্চিম বাজারে দেখা যায় ব্যপকভাবে মানুষের সমাগম। কেউ পণ্য ক্রয় করতে আবার কেউ ইচ্ছেমত ঘুরছেন বাজারে৷ অথচ গতকাল ১১ ই মে সোমবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা সাস্থ কমপ্লেক্সের একজন নার্স করোনা আক্রান্ত বলে জানান হাসপাতাল কতৃপক্ষ। এ খবর ছড়িয়ে পড়ার পর প্রশাসন আরও জোরালো প্রদক্ষেপ নিতে বাধ্য হয়। বার বার প্রচারণা, রমজানে রোজা রেখেও চড়া রোদে পুলিশের কঠোর অবস্থানেও মানুষের অযুহাতের কারণে ভিড় লেগেই রয়েছে। বিশেষকরে দোকানগুলোতে নেই সামাজিক দূরত্ব। এ নিয়ে সচেতন মহল কয়েকদিন থেকে সোস্যাল মিডিয়ায় মানুষকে আইন মেনে চলার আহবান জানিয়ে আসছেন। এর মধ্যে সংখ্যায় বেশি সাংবাদিক। যে অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা বিশেষ প্রয়োজন ছাড়া আসছেন বাইরে যে জায়গায় জনসাধারণের এমন চিত্র কতটা যৌক্তিক। এ ব্যাপারে প্রশাসন আরও জোরালো প্রদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জের সচেতন মহল।