এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেটঃঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষের চলাচল সীমিত করায় কর্মসংকটে পড়ায় বিপাকে পড়ে খাদ্যসংকট দেখা দিয়েছে দরিদ্র দিনমজুর ও কর্মহীন মানুষের পরিবারের মাঝে। এপর্যন্ত সারাদেশে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এগিয়ে এসেছে কর্মহীন পরিবারের পাশে এবং পৌছে দিয়েছে খাদ্যসামগ্রী।
তাই মরণ ঘাতক করোনাভাইরাস এর কারনে কর্মহীন হয়ে পড়া বিপন্ন জনশক্তির পাশে দাড়ালো বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা
কর্মহীন হয়েপড়া পরিবারের মধ্যে উপজেলার ৫টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের সহায়তাভূগীদের জন্য খাদ্যসামগ্রী পৌছে দিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুল মন্নান ও নেতৃবৃন্দ প্রত্যেক ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের কাছে খাদ্যসামগ্রীর প্যাকেট বুঝিয়ে দিয়েছেন। কর্মহীনদের মাঝে বিতরণ করার জন্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য এমরান আহমদ চৌধুরী,২নং মাইজগাঁও ইউনিয়নের আমীর জিয়াউল ইসলাম তুলা,৪ নং ইউনিয়নের আমীর হাফেজ আশরাফ, উপজেলা জয়েন সেক্রেটারি দুলাল আহমদ, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন জামায়াতের আমীর আমিনুর রহমান জুয়েল,সহ অন্যান্যরা।