হবিগঞ্জ সংবাদদাতা :: ম্যাজিস্ট্রেট, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা করোনা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল এই তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, ওই দশজনের আরেকটি নমুনা নেগেটিভ হলেই সুস্থ ঘোষণা করে রিলিজ দেয়া হবে। এর আগে গত মঙ্গলবার (৫ মে) জেলার করোনা আক্রান্ত প্রথম রোগী সুস্থ হলে তাকে রিলিজ দেয়া হয়।
তিনি জানান, হবিগঞ্জ জেলা থেকে ঢাকা ও সিলেটে এ পর্যন্ত ২ হাজার ৪৮০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। এর মাঝে রিপোর্ট এসেছে ২ হাজার ৫ টির। এতে করোনা শনাক্ত হয়েছে জেলা প্রশাসকসহ ৯০ জনের। সুস্থ হয়েছেন একজন এবং মারা গেছে এক শিশু। তবে মারা যাওয়া শিশুটি ক্যান্সারে আক্রান্ত ছিল।
ডেপুটি সিভিল সার্জন জানান, করোনা শনাক্ত রোগীদের শরীরে কোন উপসর্গ নেই। আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিধি মেনে চলায় সবার অবস্থার উন্নতি হচ্ছে।