আজিজুর রহমান বিশেষ প্রতিনিধিঃঃ
করোনা ভাইরাসের কারণে সারা দেশে চলছে লকডাউন, কাজ করতে না পারা অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষ হয়ে পড়েছেন দিশেহারা। দেশের এই মহা দৃর্যোগে সিলেটের বিশ্বনাথের টেংরা গ্রামের টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে নয় লক্ষ বিশ হাজার টাকা অত্র গ্রামের তিন শতাধিক অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর এলাকার কয়েক জন তরুন যুবক কয়েকটি গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে তিন শতাধিক পরিবারের মাঝে পৌছে দেন তাদের প্রাপ্য এমাউন্ট।
টেংরা গ্রামের যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীরা আবার ও করোনা বিপর্যস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এই দৃর্যোগময় সময়ে থেমে নেই তারা একের পর এক নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিয়ে এলাকার গরিব অসহায় পরিবারকে সাহায্য করে যাচ্চেন।
প্রবাসীদের এমন উদারতা দেখে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এলাকাবাসী।