খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে গোপালগঞ্জের এক যুবকের (৩০) নমুনায় করোনা পজেটিভ হয়েছে।
শুক্রবার (০৮ মে) পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হলে করোন ভাইরাসে পজেটিভ হয়। তিনি কিডনী রোগে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি আছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, বৃহঃপতিবার সকালে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর অধিবাসী ওই যুবক কিডনী রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়। পরে তাকে হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশনে চিকিৎসাধীর জন্য নেওয়া হয়। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার দুপুরে তার নমুনা পরীক্ষায় করোন ভাইরাসের পজেটিভ ধরা পরে।