হলিবিডি প্রতিনিধিঃঃ খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম দিঘলিয়া থানার জনগনকে করোনা সংক্রান্তে সচেতনতা বৃদ্ধির জন্যে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। ০৭ মে, বৃহস্পতিবার বেলা ১১ টায় দিঘলিয়া থানা চত্বরে জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার( সার্কেল), দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ সময় পুলিশ সুপার সাধারন জনগনের সাথে করোনা মহামারী প্রতিহত করতে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং তাঁদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।