হলিবিডি প্রতিনিধিঃঃ নৃশংসতা ও বর্বরতা যেন প্রতিনিয়তই সীমা লঙ্ঘন করে চলেছে। বিশ্বের সংকটময় মুহূর্তেও থেমে নেই অসহায়ের উপর সবলের জুলুম ও নির্যাতন।
এমনই ঘটনা ঘটেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলা গ্রামে। যা মধ্যযুগের বর্বরতাকেও হার মানাতে চলেছে।
এই করোনা পরিস্থিতিতে বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাবশালী প্রতিপক্ষের বর্বরতার শিকার হয়ে নিরীহ ৫ জন গুরুতর আহত ও জখমের ঘটনা ঘটেছে ।
উপজেলার হরতিক তলা গ্রামের চুন্নু হাওলাদার (৬০), পান্না হাওলাদার (৫০), নাসির হাওলাদার (৪২), উভয়ের পিতা হাফিজউদ্দীন হাওলাদার,
জেসমিন (৩৫) স্বামী নাসির হাওলাদার, রাহেলা (৪৮) স্বামী চুন্নু হাওলাদার, এই বর্বরতার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়।
হামলাকারী হরতিক তলা গ্রামের জামাত শিবির পন্থী আজহার আলীর ছেলে বজলুর রহমান নান্নু (৫৮), ফরিদ (৩৭), মিজান (৩৪), হাসান (৩০), গং মিলে সকাল ৭ টার দিকে চাপাতি, রামদা, সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে নৃশংসভাবে প্রতিবন্ধী সহ অসহায় ৫ কে গুরুতরভাবে জখম করেছে।
এই বর্বরতার শিকারে আহত ৫ জন এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায় ।