হলিবিডি প্রতিনিধিঃঃ করোনার এই চরম দুঃসময়েও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গত ০৬/০৫/২০২০ ইং তারিখ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে বনতারা (দক্ষিন কতোয়ালী) এলাকায়। দিনাজপুর সদরের শহিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে রাত ১১:০০ টার সময় ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং ০৭/০৫/২০২০ ইং সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম পরিচালনা করা হবে।