নগরীর খানজাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৪র্থ শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থীকে গণধর্ষণ মামলার ৩ আসামী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারক্তিমুলক শেষে জেল হাজতে প্রেরণ করেছে।
মঙ্গলবার দিনগত গভীররাতে বাগেরহাট সিএন্ডবি এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত মোঃ কবির হোসেন, এসআই লুৎফুল হায়দারের নেতৃত্বে যোগীপোল ৭নং ওয়ার্ডের মৃত শহিদের পুত্র আজিজুল (২১), জাব্দীপুর এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র পারভেজ (২৫) এবং দিঘলিয়া থেকে অপর আসামী খানজাহান আলী থানা সেকেন্ড অফিসার এসআই সওকত হোসেনের নেতৃত্বে যোগীপোল ৭নং ওয়ার্ডের একই বাড়ির ভাড়াটিয়া নাহিদের পুত্র আমিনুল (১৭) কে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করে।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল সন্ধায় বিল্লালের বাড়ীর ভাড়াটিয়াকে সুকৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তী মুফতী মানসুরুর রহমানের পরিত্যাক্ত বাসভবনে এনে আসামীরা জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ২ মে নারী ও শিশু নির্যাতন আইনে খানজাহানআলী থানায় মামলা দায়ের করেন। যার নং- ০১।