হলিবিডি প্রতিনিধিঃঃ চলমান করোনাযুদ্ধে নিজের জীবন বিপন্ন করে বুক চিতিয়ে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। এই লড়াইয়ে পুলিশের সাথে করোনার বিরুদ্ধে আরও লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীসহ মাঠ প্রশাসনের সাথে যুক্ত থাকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এমন দুর্দিনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাওয়া ভিন্ন পেশার সহকর্মীদের উৎসাহ দিয়ে শুভেচ্ছা উপহার পাঠিয়ে সশ্রদ্ধ সালাম জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার চিকিৎসক-নার্সসহ ১৪০ জন স্বাস্থ্যকর্মী ও ৯ জন ইউএনওকে শুভেচ্ছা উপহার পাঠানো হয়েছে। সেখানে উপহারের সাথে পুলিশ সুপারের পক্ষে থেকে একটি বার্তা জুড়ে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে,”করোনার বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাওয়ায় জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ সালাম”।
এমন দুর্দিনে উৎসাহদায়ক শুভেচ্ছা উপহার পেয়ে করোনাযুদ্ধে থাকা ভিন্ন পেশার সহকর্মীগণও বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেছেন।
সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ।