মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর -গাংনী উপজেলাতে প্রথম দু’জন করেনা রোগী সনাক্ত হয়েছে। বুধবার (৬মে-২০২০ইং)সকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম। করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন- ষোলটাকা গ্রামের মৃত মজনুর রহমানের ছেলে মাহফুজুর রহমান ও রংমহল গ্রামের পলাশ আহমেদ। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা: রিয়াজুল আলম জানান, উপজেলার ষোলটাকা গ্রামের ঐ ব্যক্তি গত ২৩ এপ্রিল ঢাকার মোহাম্মদপুর থেকে নিজ বাড়িতে আসেন। তখন থেকে সে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।
গত ৩রা মে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হলে সেখান থেকে বুধবার (৬মে-২০২০ইং)করোনা রোগে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়। এছাড়া রংমহল গ্রামের ঐ ব্যক্তি গত ২৯ এপ্রিল (প্রবাস)ওমান দেশ থেকে বাড়িতে আসেন। গত ১লা মে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে সেখান থেকে পজেটিভ বলে নিশ্চিত করা হয়। মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাব থেকে বুধবার ১৬টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে ১৫ জন নেগেটিভ। একটি পজেটিভ এসেছে। এছাড়া ঢাকা শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে একটি পজেটিভ এসেছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, আক্রান্ত ব্যক্তিরা তাদের নিজ বাড়িতে আইশোলেশনে থাকবেন। এছাড়া তাদের পার্শবর্তী কয়েকটি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়া আক্রন্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
৬মে-২০ইং, সকাল ১০.৩০ ঘটিকায় সিভিল সার্জন অফিস, মেহেরপুর থেকে প্রাপ্ত মেহেরপুর জেলার করোনা পরিস্থিতি আপডেট। নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা= ১৬টি।(যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত)এর মধ্যে পজিটিভ ১টি, গাংনী (ঢাকা ফেরত), নেগেটিভ ১৫ টি।
দুপুর ১:৪৫ ঘটিকায় নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা= ১টি।(ঢাকা থেকে প্রাপ্ত)পজিটিভ- ১টি, সিনিয়র স্টাফ নার্স, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, মেহেরপুর। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা= ৩৮৯টি, যার মধ্যে পজিটিভ=৬টি, নেগেটিভ= ৩৮৩টি।
মৃত্যু= ১জন। উল্লেখ্য, এ নিয়ে মেহেরপুরে জেলায় মোট ছয়জন করোনা শনাক্ত হল। এর মধ্যে মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ইদ্রীস আলী শাহ নামক ১জন ব্যাক্তি মৃত্যু বরণ করেছেন।