এমরান আহমেদ (ফেঞ্চুগঞ্জ) সিলেটঃঃ
কভিড-১৯, এ কর্মহীন হয়ে পড়া অসহায় গরীব পরিবারের মধ্যে ,ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির পক্ষ থেকে পশ্চিম বাদেদেউ যুব উন্নয়ন সংঘের প্রতিষ্টাতা সেক্রেটারি আব্দুস সত্তার মুহিত এর পরিবারের
উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (৪ মে) সোমবার সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধিদের মাধ্যমে অসহায় কর্মহীন পরিবারের তালিকা করে একশত সুবিধাভোগীদের মধ্যে নির্ধারিত পরিমাণ খাদ্যসামগ্রীর প্যাকেট প্রত্যেক পরিবার ও পরিবারের প্রতিনিধিরর কাছে পৌছে দেওয়া হয়।
খাদ্যসামগ্রী নিতে সুবিধাভোগীদের খন্ডচিত্র
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রুকুনুজ্জামান চৌধুরী, ঘিলাছড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর জয়েন সেক্রেটারি নূরুল ইসলাম,আতিক, পশ্চিম বাদেদেউ যুব উন্নয়ন সংঘের প্রতিষ্টাতা সেক্রেটারি আব্দুস সত্তার মুহিত, সমাজসেবক রুমেল আহমদ,শাহীন আহমদ, শোয়েব চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘিলাছড়া ইউনিয়ন শাখার সভাপতি শেখ কামরান আহমেদ সহ অন্যান্যরা।
উপস্থিত অতিথি বৃন্দর খন্ডচিত্র
এদিকে খাদ্য সহায়তা পেয়ে অত্যন্ত খুশী হয়েছেন হতদরিদ্র, কর্মহীন মানুষগুলো। এ যেন অন্ধকারে আলোর ঝিলিক।