তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় প্রথমবারের মতো ৬ জন করোনভাইসা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ(৫ মে মঙ্গলবার) দুপুরে তাহিরপুর উপজেলা ইউএইচও ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাহিরপুর উপজেলায় এর আগে কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান পাওয়া যায়নি। ইউএইচও ইকবাল হোসেন জানান, ৬ জন শনাক্ত করোনা আক্রান্ত রোগীর সবাই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা। করোনা পজেটিভ ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। ৩ জন নারীর মধ্যে দুইজনের বয়স ৩০ বছর করে অন্যজনের বয়স ১৮ বছর। এবং পুরুষদের বয়স ৪৫, ৩৫ ও ১৬ বছর বয়সী । তিনি আরও জানানন, তারা স¤প্রতি ঢাকা ও গাজীপুর থেকে এসেছেন বলে জানা যায়। স্বাস্থ্যকমপ্লেক্স সুত্র জানায়, গতকাল ৪ মে সোমবার সন্দেহভাজন ৭ জন করোনা রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়ে ছিল। এবং ওই ৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের মধ্যেই করোনাভাইরাস পজেটিভ আসে। তবে এর আগে উপজেলায় আরো ৪০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হলেও পরীক্ষায় সবগুলো ফলাফল আসে করোনা নেগেটিভ। এ কারণে তাহিরপুর উপজেলাকে মনে করা হতো করোনামুক্ত।