হলিবিডি প্রতিনিধিঃঃ কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আরো ১৩জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার দুপুরে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে হাসপাতালটি থেকে মোট ২১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা জানান, ১৩ জন সুস্থ হয়ে রবিবার বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালটিতে ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
সূত্র জানায়, সুস্থ হওয়া ১৩ জন রোগীর মধ্যে পাঁচজন ভৈরব উপজেলার, চারজন ইটনার, দুইজন মিঠামইনের, একজন পাকুন্দিয়ার ও একজন হোসেনপুরের। তাদের মধ্যে নয়জন পুরুষ ও চারজন নারী। রোগীদের মধ্যে একজন চিকিৎসক, একজন পুলিশ সদস্য ও দুইজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, পর পর দুটি নমুনা পরীক্ষায় নেগেটিভ আসায় ১৩ জনকে হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। কিশোরগঞ্জ জেলায় এখন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মোট ১৮৪ জন আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় পাঁচজন মারা গেছেন।