-এস.এম.মোস্তাফিজুর রহমান, মেহেরপুর।
আমি তুমি আমাদের–
অনাসে কেটে যায় বিলাসী জীবন
ভয় করি, তবুও কেন ভয় নাই?
কখনো ভাবিনি মোরা পৃথিবীর মোহে পড়ে
জীবনদশায় কতটুকু হয়ে গেছে জীবনের ক্ষয়।
জীবন ফুরিয়ে গেলে পড়ে রবে সব
দু’দিনের পৃথিবীতে তুমি-
করো কেন? এতো বাড়াবাড়ি
ভেবেছো কি তুমি? জীবনের যত কলরব!
একদিন ঠিকই হিসাবে নেবেন সেই আমাদের রব।