মোঃ ইদু খান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার , মোঃ আকবর আলী মুন্সী পি.পি.ই /সানগ্লাস /হ্যান্ড গ্রাফস/ ফেইস সিল্ড ও নিরাপত্তা সামগ্রী দিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার। নেত্রকোনা জেলার সকল থানা মতই খালিয়াজুরী থানায় সামগ্রী দেন। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি , এ টি এম মাহমুদুল হক উক্ত নিরাপত্তা সামগ্রী সকল অফিসার ও ফোর্সদের মধ্যে বিতরন করেন।
খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, আমরা পুলিশ সবাইকে সতর্ক করি। থানায় ২৪ঘন্টাই জনসেবা করি,পুলিশি সেবা, লকডাউন,নিশ্চিত করা,আইনশৃঙ্খলা ডিউটি, মানুষের জানমাল ইজ্জত রক্ষার ডিউটি, অবৈধ মাদক,অস্ত্র উদ্ধার ডিউটি, ত্রান নিয়ে বিশৃংখলা যাতে না হয় তার ডিউটি, ধর্মীয় প্রতিষ্ঠানে আগমন প্রস্থান, গরীব দুঃখীর পাশে পুলিশ, সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, ধানের খামার,কৃষি খামার, শিল্প, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরন, নিয়মিত নারী /পুরুষ/ শিশুর আইনগত সহায়তা প্রদান, মামলা রুজু,মামলা তদন্ত, আসামী গ্রেফতার ,সাক্ষী,ভিকটিম পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরন, পারিবারিক কলহে থানায় আসলে সহায়তা, করোনা আক্রান্তের পাশে পুলিশ কারন তার আস্থার জায়গা পুলিশ, হোমকোয়ারেন্টিন মানাতে পুলিশ, ট্রাফিক সহায়তায় পুলিশ। এসব ঝুঁকি নিয়ে মাঠে আছি আমরা খালিয়াজুরী থানা পুলিশ।
তিনি বলেন, আমি চাই খালিয়াজুরী থানার সকল মানুষ সুখশান্তিতে বসবাস করুক। খালিয়াজুরীবাসীর উদ্দেশ্য তিনি আরো বলেন, প্রিয় খালিয়াজুরী বাসী আপনাদের যেকোনো সমস্যা আমাদের কে অবগত করবেন আমরা আছি আপনাদের সেবায়।