মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ মতলব দক্ষিনের মাছ বাজার, কাঁচা তরকারি, ফল, শুটকির দোকানগুলো সহকারে আরো বেশ কিছু গুরুত্বপূর্ন দোকানের অস্থায়ী ব্যাবস্থা করা হয়েছে মতলব দক্ষিন নিউহোস্টেল মাঠে শহীদ মিনার চত্বরে। এটি কলেজ গেইট সংলগ্ন (পুরনো মেক্সিস্ট্যান্ড) রোডের নিকটবর্তী উন্মুক্ত বিশাল মাঠে। মতলব দক্ষিন প্রশাসনের সচেতন মুলক উদ্যোগ, বাজার কমিটির সঠিক শিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাসের এই কঠিন মুহুর্তে সকলের জন্য দুরুত্ব বজায় রাখার জন্য এটি বিশেষ ব্যাবস্থা। কিন্তু বাজারটিতে কয়েকবার ভ্রমন করে দেখা যায় কোন দুরুত্ব মানছেনা ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। তারা জড়ো হয়ে তাদের ইচ্ছেমত ক্রয়-বিক্রয় করছে। যার ফলে ভয়াবহ রুপ ধারন করতে পারে এই ভাইরাস সংক্রমন।
অপরদিকে মসজিদগুলোতে নামাজ পড়তে গেলে বাধা দিচ্ছে প্রতিনিয়ত। কয়েকজন মুসল্লি বেশী হলেই ছুড়ে দেয় নানাহ প্রশ্ন, কেন আসছেন, কোত্থেকে আসছেন, দুরুত্ব বজায় রাখুন, আপনারা এত বেহায়া কেন? এমনকি কোন পথচারি মসজিদে প্রবেশ করলেই হচ্ছে নানাহ হয়রানির স্বিকার। অথচ এরাই হয়তো আবার বাজার করতে গিয়ে নিজ খাম-খেয়ালি মত গুরছে, বাজার করছে এমনকি গল্পগুজবেও হচ্ছে ব্যাস্ত। আমি আইনের প্রতি দৃস্টি দিয়ে বলছি দয়া করে আমাদের সমাজকে এমন খেয়ালিপনার হাত থেকে বাঁচান, যারা এভাবে কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে আমাদেরকে হিফাজত করুন। যেমনি ভাবে মসজিদ, মন্দির, সকল ধর্মিয় প্রতিষ্ঠানগুলোতে মানছে। তেমনি বাজারগুলোতেও কঠোর ব্যাবস্থার মধ্যমে মানার জন্য বাধ্য করুন। আমরা এখন অসহায় তাই আপনাদের সু-দৃস্টি ও আইনের সহায়তা কামনা করছি।
(সংগ্রহিত ছবিটি আজ সকালে বাজারের একাংশ)