শার্শার কায়বা সীমান্তে প্রাইভেট কার সহ ৪৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার। খুলনা ২১ বিজিবি আওতাধীন কায়বা বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে ০২/৫/২০২০ দুপুর দুই টার দিকে একটি প্রাভেট কার বাঁগাআচড়া- কায়বা সড়কের চালতেবাড়ি বাজারে বিজিবি সদস্যরা গতিরোধ করা চেষ্টা করলে।
চালক কারটি ফেলে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা ঢাকা মেট্র গ ১২-০৭২৬ নং প্রাইভেট কারটি উদ্ধার করে।
পরে কারের ভিতর লুকিয়ে রাখা ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান উক্ত ফেনসিডিল উদ্ধার ঘটনার সত্যতা নিশ্চিত করে।