হলিবিডি প্রতিনিধিঃ না ফেরার দেশে চলে গেলেন অনলাইন নিউজ পোর্টাল হলিবিডি টুয়েন্টি ফোর ডটকম এর প্রধান সম্পাদক সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর এর পিতা আলহাজ্ব আব্দুল মসব্বির লস্কর ।
ইন্না লিল্লাহি,,,,, রাজিউন
তিনি (২ মে) শনিবার সিলেট শাহজালাল উপশহরের জি ব্লক ৯৮ নাম্বারের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ ৪৫ মিনিটের সময় মৃত্যুবরন করেন ।
শনিবার বাদ এশা ও তারাবির নামাজের পরে গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে ।
এদিকে প্রধান সম্পাদক হাফিজুল ইসলাম লস্করের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হলিবিডি টুয়েন্টি ফোর ডটকম এর উপদেষ্টা মন্ডলি, প্রকাশক রেজওয়ান আহমদ, সম্পাদক, বার্তা সম্পাদক সহ বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ।
তারা শোক বার্তায় বলেন মরহুমের রোহের মাগফেরাত কামনা করছি আল্লাহ তায়ালা যেনো উনাকে জান্নাতুলফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।