– মোঃ বিপুল হোসেন
আমি দিন মজুর-
ঘরে মোর দানা থাক বা না থাক তাতে কি আসে যায়?
দিন শেষে চায়ের দোকানে না বসিলে ইজ্জত বুঝি যায়।
আমি ডাক্তার-
সাধারণের সাথে বেশি মিশতে নাই,
রোগীকে দুটো কথা শোনাতে হবে এটাই মোর দায়।
আমি শিক্ষক-
সদা বেত মোর সহায় সম্বল, বেত দিয়ে করিব আঘাত,
কেটে যাবে সমস্ত ব্যাঘাত।
আমি পুলিশ-
ঘুষ মোর খেতে হবে এটাই যেন হাদিস।
লোকে মোরে গালি দেয় তাতে কি আসে যায়, বল?
আমি সদা ব্যস্ত আছি কর্মে অবিচল।
আমি দোকানী-
সবাই যখন দুর্নীতিতে ব্যস্ত, আমি করলে ক্ষতি কি?
তাই সুযোগ পেলেই আমি ওজনে ফাঁকি দিই।
আমি হকার-
তাতে সমস্যা কি? মানুষকে বোকা বানাতে কম পারিনি।
আমি রাজনৈতিক নেতা-
মিথ্যা বুলি ছড়ানোই আমার পেশা।
যায় তখনই জনগণের দোরে,
নির্বাচনে জেতার নেশা যখন পাগল করে তোলে।
আমি সরকারি আমলা-
বিপক্ষে কিছু বললেই দিয়ে দিব রাষ্ট্রদ্রোহিতার মামলা।
আমি সক্রিয় ফেসবুক ব্যবহারকারী
কিছু বুঝে উঠার আগেই শেয়ার দিয়ে থাকি।
আমি আমজনতা-
আমি সাধারণ জনগণ আমি গুজবে বিশ্বাসী, অতি আবেগপ্রবণ।