মেহেরপুর অফিসঃ মেহেরপুর সদর উপজেলায় প্রথম বারের মত করোনা সনাক্ত হয়েছে। গত ২৯ এপ্রিল মেহেরপুর করোনা পরিস্থিতি আপডেট ছিল-
নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা -৫৮টি (কুষ্টিয়া মেডিকেল থেকে প্রাপ্ত), ইনকনক্লুসিভ(অসম্পূর্ণ) -১৯টি, নেগেটিভ -৩৯ টি ,এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা -৩৪২টি , পজিটিভ -২টি , নেগেটিভ -৩২১টি, ইনকনক্লুসিভ-১৯ টি।
৩০এপ্রিলে প্রাপ্ত রিপোর্ট থেকে- নতুন প্রাপ্ত রিপোর্টের সংখ্যা – ২টি (যা নেগেটিভ) পূর্বের ১৯ টি ইনকনক্লুসিভ (অসম্পূর্ণ) রিপোর্টের মধ্যে ১ টি পজিটিভ আর বাকি ১৮ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা – ৩৪৪টি, পজিটিভ-৩টি, নেগেটিভ – ৩৪১টি।
যে ১৯টি স্যাম্পলের ফলাফল অসমাপ্ত ছিল তার মধ্যে একজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ১৮ জনের মধ্যে মুজিবনগর ইউএনও সহ ৬জন রয়েছেন। যাদের নেগেটিভ রেজাল্ট এসেছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে। তিনি একজন পুরুষ স্বাস্থ্যকর্মী বলে জানাগেছে।
মেহেরপুরের সিভিল সার্জন ড. নাসির উদ্দীন কর্তৃক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রথম দিন যখন সন্দেহতীত পজেটিভ এসেছিল সেদিন থেকেই তার বাড়ি লকডাউন করা হয়েছে এবং ওই ব্যক্তি আইসোলেশনে রয়েছেন। এনিয়ে মেহেরপুর জেলায় তিনজনের শরিরে করোনা পজেটিভ সনাক্ত হলো। এদের মধ্যে মুজিবনগর উপজেলার ভবেরপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে ইদ্রিস শাহ নামের একজনের মৃত্যু হয়েছে। জেলায় দুই জন রোগী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।