হলিবিডি প্রতিনিধিঃ দুস্থদের মাঝে বিতরণের চাল আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় নড়াইলের কালিয়ার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান মো.জার্জিদ মোল্লাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে নিজ বাড়ি উপজেলার খড়রিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ২১ এপ্রিল তার বিরুদ্ধে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় তৃণমূল পর্যায়ে পেড়লী ইউনিয়নের অসহায় পরিবারের নারীদের দুই বছরব্যাপী বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে চালের ১৯০টি ভিজিডি কার্ড বরাদ্দ করা হয়েছে। কার্ডের বিপরীতে চলতি ২০১৯-২০২০ অর্থবছরে ১১নং পেড়লী ইউপির চেয়ারম্যান মো. জার্জিদ মোল্লার অনুকুলে ভিজিডি সুবিধার আওতায় ৫ হাজার ৭০০ কেজি চালের ডিও প্রদান করা হয়। তিনি গত ১৪ এপ্রিল উক্ত চাল উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। গত ১৬ এপ্রিল ৯টি ওয়ার্ডের ১৯০টি কার্ডের মধ্যে ১০৫টি কার্ডের চাল বিতরণ সম্পন্ন হয়। অবশিষ্ট ৮৫টি কার্ডের ২ হাজার ৫৫০ কেজি (৮৫বস্তা) চাল গোডাউনে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ১৮ এপ্রিল অবশিষ্ট ওই চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার নিশিকান্ত রায় গোডাউনে গিয়ে চাল পাননি। পরে তদন্ত করে দেখা যায়, ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে গত ১৬ মাসে চেয়ারম্যান বিভিন্ন জীবিত ও মৃত ব্যক্তির নামে ভিজিডি কার্ডের তালিকা করে প্রতিমাসে ২ হাজার ৫৫০ কেজি চাল আত্মসাত করেছেন।
অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়েছে, পেড়লী ইউপি চেয়ারম্যান জানুয়ারি/২০১৯ মাস থেকে এপ্রিল/২০২০ পর্যন্ত ১৬ মাসে ৪০ টন ৮০০ কেজি সরকারি চাল দুর্নীতি বা বেআইনীপন্থায় আত্মসাত করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। ওই ঘটনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার মো. মতিয়ার রহমান গত ১৮ এপ্রিল কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগটি দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠায়। পরে ২১ এপ্রিল ওই চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।
নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদলাতে পাঠানো হয়েছে।